সিলেট মানে পুণ্যভূমি
আউলিয়াদের দেশ,
সিলেট মানে সুখ, শান্তি আর
সৌন্দর্য অশেষ।
 
সিলেট মানে চোখ জুড়ানো
মাধবকুণ্ড ছড়া,
সিলেট মানে বিশেষ স্বাদের
ইউনিক সাতকড়া।
 
সিলেট মানে দয়াল মানুষ
মহৎ হৃদয়বান,
সিলেট মানে শাহজালালের
প্রাণের প্রিয় স্থান।
 
যে যাই বলুক সিলেট নিয়ে
করো সব খণ্ডন,
সিলেট মোদের প্রাণের ভুমি
দ্বিতীয় লন্ডন।
 
 
 
 
বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৯শে জুলাই, ২০১৭
 

Post a Comment

 
Top