পাকা আমটি হাতে নিয়ে ভাবছে বসে খোকা,
আস্ত একটি আমের ভিতর ক্যামনে ঢুকে পোকা!
আমের ভিতর এত মধু মিষ্টি কেমন করে?
ভাবুক খোকার মনের মাঝে হরেক প্রশ্ন ঝরে।
 
তুলতুলে এক লতার ডগায় লাউ কেমনে ঝুলে?
কেমন করে গন্ধ ছড়ায় হরেক রকম ফুলে?
ডাবের ভিতর মিষ্টি পানি কয়থা থেকে আসে?
কেমন করে পাখিরা সব শুন্যের উপর ভাসে?
কেমন করে আখের ভিতর এত রসের মেলা?
পানির ভিতর মাছেরা সব ক্যামনে করে খেলা?

খোকার মনে জাগছে আজি প্রশ্ন শত শত,
সন্ধ্যাবেলার আকাশ মাঝে তারার সংখ্যা কত?
 
কার ইশারায় পুব আকাশে সুয্যি মামা ওঠে?
কেমন করে বাগান মাঝে সুপ্ত মুকুল ফোটে?
কার ইশারায় জগত জুড়ে লক্ষ্য প্রাণের মেলা?
কে দিয়েছে সাগর মাঝে এত পানির খেলা? 
ছোট্ট খোকা একা বসে ভাবছে অনেক কিছু,
কেমন করে রাত্রি নামে দিনের পিছুপিছু?
 
মায়ের কাছে প্রশ্ন করে কে বানালো সব?
জবাবে মা বলেন তাকে, আছেন মোদের রব।
তাঁর ইশারায় সকল কিছুই চলছে জগত মাঝে,
তাঁর ইশারায় চলছে সবি সকাল থেকে সাঁঝে।
 
 
 
 
 

বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৩ই অক্টোবর, ২০১৬ ঈসায়ী।
 
 

Post a Comment

 
Top