কাকের মত চোখটি বুজে
যায় কি আড়াল থাকা?
মুখের উপর রুমাল দিয়ে
যায় কি শরীর ঢাকা?

জগত থেকে ভিন্ন হয়ে
যায় কি একা চলা?
একলা একা নিজে নিজেই
যায় কি কথা বলা?

স্রোতের মাঝে গা ভাসিয়ে
যায় কি হওয়া ভালো?
অন্ধকারে থাকলে কি আর
যায় কি পাওয়া আলো?

বসে বসে ভাবলে শুধু
হয় কি কিছু পাওয়া?
মনে মনে ঘুরলে তো আর
হয়না কোথাও যাওয়া।

শাহজালাল উপশহর, সিলেট।
০৭ই ডিসেম্বর ২০১৬ ঈসায়ী

Post a Comment

 
Top