না না চাইনা, আমি চাইনা
অনেক বেশি কিছু,
শুধু তুমায় চাইছি আমি
তাইতো নিলাম পিছু!
তুমার বাবার বিশাল বাড়ি
ব্যাংকে অনেক টাকা!
থাক না ওসব চাইনা আমি
হই যদিও ফাঁকা!
তুমার রুপেই জ্বলবে বাতি
সাজবে আমার বাড়ি,
দুজন মিলে হাঁটতে যাবো
লাগবে নাতো গাড়ী।
শাহজালাল উপশহর, সিলেট।
২৮শে ডিসেম্বর ২০১৬ ঈসায়ী।
Post a Comment