কবিতা তুমি শাদা কবুতর
আকাশী ধূসর পাখি,
কবিতা তুমি কবির হৃদয়ে
মেলে থাকা দুটি আঁখি।

কবিতা তুমি তৃষিত হৃদয়
কবির উদাসী মন,
কবিতা তুমি ব্যস্ত সময়
আলসে কাটানো ক্ষণ!

কবিতা তুমি ব্যস্ত দুপুর
আলসে সকালবেলা,
কবিতা তুমি কবির হৃদয়ে
ছন্দ-ছড়ার খেলা।

কবিতা তুমি মায়ের হাতের
মিষ্টি শীতের পিঠা,
কবিতা তুমি সকালের রোদে,
ঘাসে শিশিরের ছিটা!

কবিতা তুমি দুখের দহন,
গায়ের কলিম মাঝি,
কবিতা তুমি শত প্রেমিকের
বিরহে, মিলনে কাজী।

কবিতা তুমি, কারো খোরপোশ
কারো বা মনের ব্যথা,
কবিতা তুমি আমার মনের
ইচ্ছে স্বাধীন কথা।



আবু সালে মাসুম আহমদ
শাহজালাল উপশহর, সিলেট।
১৪ই ডিসেম্বর, ২০১৬ ঈসায়ী।

Post a Comment

 
Top