শীত এসেছে পিঠা খাবো
সবার মনে আশা,
খেজুর গাছে পাতিল বাধা
মিষ্টি রসে ঠাসা।
 
তালের রস আর পাটালিগুড়
দুধের সাথে দিয়ে,
কতো রকম পিঠা খাবো
এবার বাড়ি গিয়ে।
 
মায়ের হাতের ভাপা পিঠা
বোনের হাতের ছিটা,
দাদুর হাতে খাবো আরো
নাম না জানা পিঠা।
 
সকাল সন্ধ্যা পিঠার সাথে
জমবে আড্ডা বেশ,
শীতের পিঠা কত্তো মজা,
স্বাদের নেইতো শেষ।
 
 
 
 
শাহজালাল উপশহর, সিলেট।
০৭ই ডিসেম্বর, ২০১৬ ঈসায়ী।

Post a Comment

 
Top