ব্যালকনিতে একলা বসে
ভাবছো কি সব গোপনে?
ইচ্ছে কি আর হবে পূরন
শুধুই স্বপ্ন রোপণে?
কষ্ট অনেক করতে হবে
আরো অনেক সাধনা,
উজান গাঙ্গে বাইতে তরী
ঠিক করে পাল বাঁধো না।
শক্ত হাতে হাল ধরিয়ো
নায়ের তুমি কান্ডারি,
তোমার হাতে আছে জমা
ভবিষ্যতের ভান্ডার-ই।
শক্ত করে পাল বাঁধিয়ো
চলতে হবে কঠিন পথ,
আসলে ঝড় ও ভীষণ ভাবে
চলে যেন তুমার রথ।
শাহজালাল উপশহর, সিলেট।
০৭ই ডিসেম্বর ২০১৬ ঈসায়ী।
Post a Comment