আসবো ফিরে
ডাকলে আবার আসবো ফিরে
তোমার কাছে আপন নীড়ে
আপন ঠিকানায়,
থাকবো না আর দূরে সরে
অনেক দূরের তেপান্তরে
নিঝুম নিরালায়।
আদর করে ডাকলে তুমি
ত্যাগ করে সব বিজন ভূমি
আসবো ফিরে ঠিক,
সকল বাঁধা ছিন্ন করে
আসবো ফিরে তুমার তরে
ঘুরে নানান দিক!
ডাকবে যখন যেখান থেকে
কাজ সকলি ফেলে রেখে
শুনবো আহবান,
দেখবে ঠিকই আসছি চলে
ভালোবাসার শক্তি বলে
রাখছি তুমার মান!
আদর করে রাখো যদি
থাকবো পাশে নিরবধি
থাকবো চিরকাল,
দেখবে তখন দুজন মিলে
ভালোবাসার গহীন দিলে
ফেলবো মায়াজাল!
শাহজালাল উপশহর, সিলেট।
২৬শে ডিসেম্বর, ২০১৬ ঈসায়ী।
Post a Comment