মানুষ গুলো কথার ছলে মিথ্যা বলে, 
মানুষ গুলো ছলা কলায় এড়িয়ে চলে।
 
মানুষ গুলো অভিনয়ে ভালোবাসে,
মানুষ গুলো মিথ্যা রুপে কাছে আসে। 
 
মানুষ গুলো সু্যোগ পেলেই দূরে সরে,
মানুষ গুলো আড়াল হলেই নিন্দা করে।
 
মানুষ গুলো সুখের দিনে পাশে থাকে,
মানুষ গুলো দুখের সময় দূরে থাকে।
 
 
 
 
শাহজালাল উপশহর, সিলেট। 
১৫ই ডিসেম্বর, ২০১৬ ঈসায়ী।
 

Post a Comment

 
Top