একটি চুম্বন!
একটি চুম্বনের জন্য আমি তৃষিত!
মরু সাহারার বালুকণার ন্যায়, আমি
শুষ্ক হয়ে আছি!
একটি চুম্বনের অপেক্ষাতে!

চুম্বকীয় চুম্বন!
না বলা সব কথা, না পাওয়া সব
অনুভূতির বিনিময় হবে,
একটি গভীর চুম্বনে।
শিশিরস্নাত ঘাসের ন্যায় অধর
সিক্ত হবে! হবে এক মহা ইতিহাস!
মূহুর্তে কেটে যাবে কত যুগ!

একটি চুম্বন!
কতকাল অপেক্ষায় আছি!
চাতক পাখির মত!
একটি চুম্বনের জন্য!!



তিনচটি, কানাইঘাট, সিলেট।
১৯শে ডিসেম্বর, ২০১৬ ঈসায়ী

Post a Comment

 
Top