গুরুর কাছে আসলো তরুণ
পেতে মনের মুক্তি,
গুরু বলেন, সব সমাধান
মানলে আমার যুক্তি।
 
তরুণ বলে, গুরু তুমায়
করি দারুন ভক্তি,
গুরু বলেন, দেখো এবার
আমার কত শক্তি।
 
চোখ বুঁজে সব বলতে পারি
তুমার মনের যন্ত্রণা,
এসব আমার কারামতি
কোন রকম মন্ত্র না।
 
সুন্দরি এক বউ পেতে চাও
অনেক টাকার বাড়ি,
অনেক রকম সুখ পেতে চাও
ল্যান্ড রোভারের গাড়ী।
 
অবাক হয়ে তরুণ বলে
গুরু ভীষণ গুনী,
তাইতো শুধু লোকের মুখে
গুরুর সুনাম শুনি।
 
মুচকি হেসে বলেন গুরু
এ তো কেবল শুরু,
অনেক কিছুই দেখবে তুমি
মানলে আমায় গুরু।
 
গদগদিয়ে বলে তরুণ
আমার করুন শিষ্য,
গুরুর তরে সেবা করে
করবো জীবন নিঃস্ব।
 
 

বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। 
০৩ই ডিসেম্বর, ২০১৬ ঈসায়ী।

Post a Comment

 
Top