১
আমাদের ছোট ভাই
নাম তার মুহসিন,
পড়াশুনা করে শুধু
কেটে যায় তার দিন।
২
দেখতে যেমন সুন্দর সে
কথাতে তেমন পাকা
কোন বিষয়ে-ই কথার ঝুলা
নয়তো তার ফাঁকা।
৩
এদিকওদিক ঘুরে বেড়ায়
যদিও ভীষণ দুষ্ট
গলার ভিতর আছে যে তার
সুর ভীষণ মিষ্ট।
১
আমাদের ছোট ভাই
নাম তার মুহসিন,
পড়াশুনা করে শুধু
কেটে যায় তার দিন।
২
দেখতে যেমন সুন্দর সে
কথাতে তেমন পাকা
কোন বিষয়ে-ই কথার ঝুলা
নয়তো তার ফাঁকা।
৩
এদিকওদিক ঘুরে বেড়ায়
যদিও ভীষণ দুষ্ট
গলার ভিতর আছে যে তার
সুর ভীষণ মিষ্ট।
Post a Comment