আমি যদি রাজা হতাম
চোর ব্যাটাকে জাপটে ধরে,
কঠিন করে সাজা দিতাম
আচ্ছা মতন ধোলাই করে।
নেশার জন্য করবি চুরি
আমার সাধের ফোনটা নিয়ে,
এর চেয়ে তোর মরণ ভালো
কচু গাছে ফাঁসি দিয়ে।
বজ্জাত শালা মর না গিয়ে
দূরের কোন গহীন বনে,
তোর মতন এই চোরের খনি
চায় না ঢাবি কোন ক্ষণে।
বিদ্যা শিখে লাভ কিরে তোর
স্বভাব যদি নাইবা গড়িস?
দেশের সেরা বিদ্যাপীঠে
কোন সে চুরির বিদ্যা পড়িস?
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৩ই জানুয়ারি, ২০১৭ ঈসায়ী।
Post a Comment