এক দেশে এক চোরের ব্যাটা
মস্ত বড় পাঁজি,
এটা সেটা করতে চুরি
সে তো মহা কাজি!
যখন যেটা দেখতে পাবে
ইচ্ছে যদি জাগে,
যে করেই হোক ঠিকই সেটা
নিয়ে নিবে বাগে।
সাগর চুরি, পুকুর চুরি
খাল ও চুরি করে,
চুরি বিদ্যায় ভীষণ পাঁকা
কে আর তাকে ধরে!
পরের জিনিস চুরি করে
চলে রাজার হালে,
এ বিদ্যা সে ছাড়বে কবে?
কে জানে কোন কালে!
আবু সালে মাসুম আহমদ
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৪ই জানুয়ারি, ২০১৭ ঈসায়ী।
Post a Comment