তোমায় নিয়ে অনেক দূরে
হারিয়ে যাবো আজ,
আমার সাথে হারিয়ে যেতে
কিসের আবার লাজ!

          
কোলের উপর তোমার মাথা
আমার হাতে চুল,
মনের মানুষ খুঁজতে আমি
করিনিতো ভুল।

            
চোখে চোখে হোক না কথা
চলুক প্রেমের গল্প,
হাজার বছর প্রেম করলেও
মনে হয় সব অল্প!


বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩১শে জানুয়ারি, ২০১৭ ঈসায়ী।

Post a Comment

 
Top