১
তোমায় নিয়ে অনেক
দূরে
হারিয়ে যাবো আজ,
আমার সাথে হারিয়ে
যেতে
কিসের আবার লাজ!
২
কোলের উপর তোমার
মাথা
আমার হাতে চুল,
মনের মানুষ খুঁজতে
আমি
করিনিতো ভুল।
৩
চোখে চোখে হোক না
কথা
চলুক প্রেমের গল্প,
হাজার বছর প্রেম
করলেও
মনে হয় সব অল্প!
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩১শে জানুয়ারি, ২০১৭ ঈসায়ী।
Post a Comment