ইচ্ছে করে অনেক দূরে
মূহুর্তে যাই উড়ে,
ইচ্ছে করে এক পলকে
আসি বিশ্ব ঘুরে।

ইচ্ছে করে পাখির মতন
ডানাতে ভর করে,
উড়ে চলি আকাশ মাঝে
সারাটি দিন ধরে।

ইচ্ছে করে চাঁদনী রাতে
নদীর ধারে বসে,
মনের মতো রাত কাটাবো
স্বপ্নলোকে চষে।

ইচ্ছে করে হাঁসের মতো
ভাসতে বিলের জলে,
কাটবে আমার সারাটি দিন
শুধুই খেলার ছলে!



শিবগঞ্জ, সিলেট।
০৫ই জানুয়ারি, ২০১৭ ঈসায়ী।

Post a Comment

 
Top