এক পৃথিবীর সকল গোলাপ
তোমায়
দিলাম তবে,
রুপসী
বালিকা, বলোনা এবার
তুমি
কি আমার হবে?
এক
আকাশের তারকা সকল
বাঁধলে
তোমার চুলে,
স্বজনী, তখন
নিবে কি সুবাস
মোর
বাগানের ফুলে?
রঙিন
সকল প্রজাপতি গুলো
এনে
দিলে মুঠো পুরে,
প্রেয়সী, এবার
যাবে কি আমার
সঙ্গে
অনেক দূরে?
বিজয়
একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২১শে
জানুয়ারি, ২০১৭ ঈসায়ী।
Post a Comment