অনেক দূরের বিজন
বনে
হাটবো যখন উদাস মনে
তোমার কথা ভেবে,
স্বপ্ন সকল উড়বে
তখন
কল্পনাতে মনের মতন
সাজিয়ে তুমায় দেবে।
মনের রাজে করবে
শাসন
শুনবো তোমার মিষ্টি
ভাষণ
সুবোধ বালক হয়ে,
রানীর মুখে শুনে
আদেশ
মনে নিয়ে আনন্দ বেশ
থাকবো পাশে রয়ে।
Post a Comment