সকালের মিষ্টি রোদ মুঠো মুঠো করে
সব নিয়ে যেও তুমি,
রোদের আলতো মিষ্টি ছোঁয়া তুমি একাই নিও,
আমি না হয় শিশির নিবো!

মধ্য দুপুরের হাত পা ছড়ানো সূর্যমুখী,
বাগানের উজ্জল গোলাপ, রজনীগন্ধা আর
হলুদ অ্যালমান্ডা, নিয়ে যেও তুমি।
আমি না হয় ধুতরা নিবো!

বিকেলের সন্ধ্যামালতি, হাসনাহেনা আর
আকাশের ঐ সন্ধ্যাতারা টা, তাও
নিয়ে যেও।
আমি না হয় আঁধার নিবো।

রাতের আকাশে জ্বলজ্বল করা তারকারাজি
গ্রহপুঞ্জ আর ধবধবে সাদা জোছনার চাঁদ!
তাও নিও,
আমি না হয় গরম সূর্য নিবো!

বন্ধু, স্বজন, পড়শি, ছোট্ট পেট মেনী
আর আদরের টমকেও সঙ্গে নিও!
আমি না হয় একলা রবো!


বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২১শে জানুয়ারি, ২০১৭ ঈসায়ী।

Post a Comment

 
Top