শৈশবের দিন
ছোট্ট বেলার দিনগুলো সব কোথায় গেল চলে , সবাই মিলে খেলতে যেতাম একটু সুযোগ হলে। খাতার পাতায় নামটি লিখে চোর পুলিশের খেলা , লাদেন বোমা...
ছোট্ট বেলার দিনগুলো সব কোথায় গেল চলে , সবাই মিলে খেলতে যেতাম একটু সুযোগ হলে। খাতার পাতায় নামটি লিখে চোর পুলিশের খেলা , লাদেন বোমা...
আবার আমি যাবো ফিরে আমার ছোট্ট গাঁয়ে , ঘুরবো আমি সুরমা নদী কলিম মাঝির নায়ে। সকাল থেকে বিকেল আমি করবো শুধুই খেলা , দেখতে যাবো ঐ পাড়...
খুব বেশি আজ মনে পড়ে মোর আমার গাঁয়ের ছায়া , কত সুন্দর তরু ছায়া ঘেরা ভরিয়া রয়েছে মায়া। সকাল বেলাতে ঘরের পিছনে ডাকিয়া উঠিত পাখি , শু...
কল কল তানে ছুটে চলা ঐ সুরমা নামের নদী , তারি বুক মাঝে হেসে খেলে বেড়ে উটিয়াছি নিরবধি। সকাল বিকাল নদী বুক মাঝে ঘুরিতে যেতাম কত ...